‘ধান–কাটা হল সারা’

বৈশাখের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে চলছে বোরো ধান কাটার উৎসব। তাই পুরো এলাকায় পাকা ধানের ম–ম গন্ধ। কেউ ধান কাটছেন, কেউ কাঁধে করে জমির আল ধরে সে ধান নিয়ে যাচ্ছেন বাড়িতে। আবার কেউ ধান মাড়াইয়ে পার করছেন ব্যস্ত সময়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ দৃশ্য দেখা যায়। ছবি তুলেছেন সৌরভ দাশ

জমির আল ধরে দল বেঁধে ধান নিয়ে আসেন কৃষকেরা
জমির আল ধরে দল বেঁধে ধান নিয়ে আসেন কৃষকেরা
ওপারে পাহাড়, এপারে ধানখেত
ট্রাকে করে ধান নেওয়া হচ্ছে
জমির এক পাশে জড়ো করা হয়েছে ধান
সড়কের পাশে রাখা হয়েছে ধান
মেশিনে মাড়াই করা হচ্ছে ধান
ধান মাড়াইয়ের কাজ করছেন এক নারী
ধান মাড়াই চলছে। তাই যেখানে-সেখানে পড়ে আছে ধান
ধান শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছেন একজন
বস্তায় ভরা হয়েছে ধান