Thank you for trying Sticky AMP!!

শাপলা বিলে পরিযায়ী পাখিরা

শাপলার রাজ্য নামে পরিচিত সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওর। শীতে এই শাপলা বিলে নিরাপদ আবাস গড়েছে নানা জাতের পরিযায়ী পাখি। শাপলা বিলে নামলেই কানে আসে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির শব্দ। পাখির কলরবে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরা। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিলে পাখির ছবিগুলো গত বুধবার তোলা।

শাপলা বিলে পরিযায়ী পাখির ঝাঁক
খাবারের খোঁজে ব্যস্ত পাখিগুলো
অনেকক্ষণ ওড়ার পর যেন বিশ্রাম নিচ্ছে পাখির ঝাঁক
কিছু পাখি বসে আছে বিলে। আবার কিছু পাখি ডানা মেলে আকাশে উড়ছে
শাপলা বিলে আসে বিভিন্ন জাতের পরিযায়ী পাখি
জোড়া পরিযায়ী
শাপলার পাতায় হাঁটছে একটি পাখি
শাপলার ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি বক
খাবার খুঁজে বেড়াচ্ছে দুটি পাখি
খাবারের খোঁজে একটি পাখি
পাখির ঝাঁক
শাপলা বিলে ঝাঁক বেঁধে উড়ছে পাখি