ঠান্ডার সমস্যা নিয়ে আসছে শিশুরা, হাসপাতালে ভিড়

দেশের উত্তরাঞ্চলজুড়ে তীব্র শীত। এমন সময়ে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এসব রোগে আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবক ও স্বজনেরা। চিকিৎসকেরাও হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। উত্তর জনপদের দূরদূরান্তের এলাকা থেকে প্রতিদিন ভর্তি হচ্ছে রোগী।

চিকিৎসার জন্য হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা
চিকিৎসার জন্য হাসপাতালে শিশুকে নিয়ে এসেছেন মা
শিশু ওয়ার্ডে উপচেপড়া ভিড়
এক বিছানায় দুই–তিনটি শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে
চিকিৎসা সরঞ্জাম নিয়ে চিকিৎসকদের ছোটাছুটি
দল বেঁধে পালা করে শিশুদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা  
বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছে এক শিশুকে
হাতে ক্যানুলা লাগিয়ে স্যালাইন দিয়ে শিশুকে বিছানায় নেওয়া হচ্ছে
একেবারেই দুর্বল শিশুদের বিশেষ যন্ত্রে তাপ দেওয়া হচ্ছে
বাইরে অপেক্ষায় রোগীর উদ্বিগ্ন স্বজনেরা