দেশের উত্তরাঞ্চলজুড়ে তীব্র শীত। এমন সময়ে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এসব রোগে আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবক ও স্বজনেরা। চিকিৎসকেরাও হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। উত্তর জনপদের দূরদূরান্তের এলাকা থেকে প্রতিদিন ভর্তি হচ্ছে রোগী।