আলুর পড়তি দামে চিন্তিত চাষি

আলুর দাম পড়তির দিকে। উৎপাদন মৌসুমের চেয়েও এখন অপেক্ষাকৃত কম দামে হিমাগারে আলু বিক্রি হচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলার বেলঘরিয়া এলাকার একটি হিমাগারে ডায়মন্ড ও অ্যাস্টেরিক জাতের প্রতি কেজি আলু ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। ছবিতে হিমাগার থেকে বিক্রি হওয়া আলু শুকানো, বাছাই ও বিক্রির জন্য প্রস্তুত করার কিছু মুহূর্ত—

হিমাগারের বাইরে আলু শুকাতে দেওয়া হয়েছে।
হিমাগারের বাইরে আলু শুকাতে দেওয়া হয়েছে।
আলু বাছাই করছেন নারী শ্রমিকেরা।
বাছাই করা আলু বস্তায় ভরার জন্য আলাদা করা হচ্ছে।
বস্তায় আলু রাখছেন কয়েকজন শ্রমিক।
বাছাই করা শুকনা আলু বস্তায় ভরা হয়েছে।
প্রতি বস্তায় ৬৫ কেজি আলু রাখা হয়।
মেপে আলুর পরিমাণ ঠিক করা হচ্ছে।
আলুর বস্তার মুখ বাঁধাইয়ে ব্যস্ত এক শ্রমিক।
ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানোর জন্য প্রস্তুত আলু।
বগুড়ার বাজারে আলুর দাম কমতির দিকে।