শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া হিমায়িত পণ্য পরিবহনে ব্যবহৃত হয় শোলার বক্স। এটি কর্কশিটের বক্স নামে বহুল পরিচিত। এ ছাড়া থার্মোকল বক্স, আইচ বক্স ইত্যাদি নামেও ডাকা হয়। স্থানীয়ভাবে কেউ কেউ প্লাস্টিকের বক্সও বলে থাকেন। হালকা ও ঘন ফেনাযুক্ত প্লাস্টিক দিয়ে তৈরি এসব পাত্রে তাপ শোষণ কম হয়। ফলে এগুলোর ভেতরে থাকা বরফ গলতে বেশ সময় নেয়। বাংলাদেশের পাইকারি মাছ বাজারগুলোতে এ ধরনের বক্সের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। এগুলোকে একাধিকবার ব্যবহারের উপযোগী করার অন্য রকম ব্যবসা করে জীবিকা নির্বাহও করছেন অনেক মানুষ। চট্টগ্রাম নগরের নতুন মাছ বাজারের তেমনি এক চিত্র নিয়ে এই ছবির গল্প।