ওই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা

হেমন্তের এই সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় জেলা শহর ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার শোভা দেখা যায়। তেঁতুলিয়া ডাকবাংলো-সংলগ্ন মহানন্দা নদীর পাড়ে দাঁড়ালে সবচেয়ে ভালোভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় ভিড় করছেন পর্যটকেরা। ছবিগুলো গত শুক্রবার তোলা।

শীতের মধ্যে আগুন জ্বেলে এভাবেই ভোর পর্যন্ত অপেক্ষা করেন পর্যটকেরা। ভোর হলেই দেখতে যান কাঞ্চনজঙ্ঘা।
শীতের মধ্যে আগুন জ্বেলে এভাবেই ভোর পর্যন্ত অপেক্ষা করেন পর্যটকেরা। ভোর হলেই দেখতে যান কাঞ্চনজঙ্ঘা।
বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদী থেকে পাথর তুলছেন এক ব্যক্তি।
ভোরে মহানন্দা নদীর চরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় পর্যটকেরা।
শুভ্র কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যের আলো।
মহানন্দা নদীর তীরে সারি সারি চা-বাগান। সেখানে দাঁড়ালে সবচেয়ে ভালো করে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
ক্ষণে ক্ষণে রং বদলায় কাঞ্চনজঙ্ঘা।
মহানন্দা নদীর তীর থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য।
সূর্যের আলোয় রং বদলানো কাঞ্চনজঙ্ঘা।
ক্ষণে ক্ষণে রূপ বদলায় কাঞ্চনজঙ্ঘা।
বাংলাবান্ধা থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
সূর্যের আলোয় ঝলমল করছে কাঞ্চনজঙ্ঘার চূড়া।