খালেদা জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিবেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব নিয়েই এই ছবির গল্প।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আগতদের ভিড়। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ৩০ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে কান্নারত সমর্থকেরা। এভারকেয়ার হাসপাতাল, ঢাকা, ৩০ ডিসেম্বর
এভারকেয়ার হাসপাতালের সামনে ক্রন্দনরত সমর্থকেরা। ঢাকা, ৩০ ডিসেম্বর
হাসপাতালের সামনে কোরআন খতম করা হচ্ছে। এভারকেয়ার হাসপাতাল, ঢাকা, ৩০ ডিসেম্বর
খালেদা জিয়ার মৃত্যুসংবাদ শোনার পর বিএনপির সমর্থকেরা। এভারকেয়ার হাসপাতাল, ঢাকা, ৩০ ডিসেম্বর
বিএনপির নগর কার্যালয়ে নেতা-কর্মীরা শোকে মুহ্যমান। সদর রোড, বরিশাল, ৩০ ডিসেম্বর
খালেদা জিয়ার মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সবখানে। বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে টানানো হয়েছে কালো পতাকা। নওয়াববাড়ী সড়কের বিএনপির দলীয় কার্যালয়, বগুড়া, ৩০ ডিসেম্বর
খালেদা জিয়ার মৃত্যুসংবাদে শোকার্ত নেতা-কর্মী। বিএনপির দলীয় কার্যালয়, বগুড়া, ৩০ ডিসেম্বর
নেত্রীর মৃত্যুসংবাদ শুনে হাউমাউ করে কাঁদছেন দলের এই কর্মী। বিএনপির জেলা কার্যালয়, বগুড়া, ৩০ ডিসেম্বর
গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে কথা বলছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। গুলশান, ঢাকা, ৩০ ডিসেম্বর