রংপুরে জমে উঠেছে লিচুর পাইকারি বাজার। রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠের সামনের সড়কের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বেচাকেনা চলে। দূরদূরান্ত থেকে বাগানিরা বিক্রির জন্য লিচু নিয়ে আসেন। সম্প্রতি রংপুরের লিচুর বাজার ঘুরে এ ছবির গল্প—