রংপুরে লিচু কেনাবেচা

রংপুরে জমে উঠেছে লিচুর পাইকারি বাজার। রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠের সামনের সড়কের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বেচাকেনা চলে। দূরদূরান্ত থেকে বাগানিরা বিক্রির জন্য লিচু নিয়ে আসেন। সম্প্রতি রংপুরের লিচুর বাজার ঘুরে এ ছবির গল্প—

লিচু নিয়ে পাইকারি বাজারের পথে এক বাগানি
লিচু নিয়ে পাইকারি বাজারের পথে এক বাগানি
বাজারে আনা হয়েছে উচ্চ ফলনশীল বেদানা জাতের লিচু
লিচু বিক্রির আগে ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁক দিচ্ছেন এক বিক্রেতা
চলতি পথে মোটরসাইকেল থামিয়ে চলছে লিচুর দরদাম
বাজারে উঠেছে দেশি জাতের লিচু
পাইকারি বাজার থেকে লিচু কিনে গুনে নিচ্ছেন একজন খুচরা বিক্রেতা
বিক্রির জন্য এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে লিচু
ক্রেতাদের লিচুর থোকা দেখানো হচ্ছে
ঝুড়ি ভরে লিচু কিনে নিয়ে যাচ্ছেন একজন