এ বছর বিশ্বের সংবাদমাধ্যমগুলোর বৃহত্তম সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) তিনটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই অর্জন শুভানুধ্যায়ীদের সঙ্গে উদ্যাপনের জন্য গতকাল রোববার আয়োজন করা হয় এক প্রীতিসম্মিলনের। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই প্রীতিসম্মিলনে এসেছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট মানুষজন।
এই প্রীতিসম্মিলন নিয়ে ছবির গল্প—
