গারোদের ওয়ানগালা উৎসব

নতুন ফল ও ফসল ঘরে উঠবে। এ ফসল খাওয়ার আগে শস্য দেবতার প্রতি জানাতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গারো জাতিসত্তার মানুষের এটাই ঐতিহ্য। দেবতাকে কৃতজ্ঞতা জানানোর এ উৎসবের নাম ওয়ানগালা। বর্ষার শেষে ও শীতের শুরুতে নতুন ফসল ঘরে তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। দেবতার নামে ফসল উৎসর্গ করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতির নাচগান ও নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে গারো জনগোষ্ঠী পালন করল তাদের ঐতিহ্যবাহী এ উৎসব।

দেবতাকে উৎসর্গ করে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে নতুন ফসল
দেবতাকে উৎসর্গ করে ঝুড়িতে সাজিয়ে রাখা হয়েছে নতুন ফসল
ঐতিহ্যবাহী ‘দকমান্দা’ পোশাক পরে এসেছেন শিল্পীরা
ওয়ানগালায় এসে খোশগল্পে মেতে উঠেছেন কয়েকজন
গারো ভাষায় গান পরিবেশন করে অনুষ্ঠান মাতিয়ে রাখেন শিল্পীরা
দেবতার নামে উৎসর্গ করা ফসল ঘিরে নৃত্যগীত পরিবেশন করছেন নারীরা
নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবে এসেছেন তরুণীরা
গাছের পাতা, খড় ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তোরণ
নৃত্যনাট্যের মাধ্যমে গারো সম্প্রদায়ের জীবনধারা তুলে ধরছেন শিল্পীরা
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা
নাগ্রা গারোদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। বিভিন্ন আচার-অনুষ্ঠান ও উৎসবে এটি ব্যবহৃত হয়