পলি ও দূষণে বিপর্যয়ের মুখে নদী ও খাল

পলি জমে ভরাট হয়ে গেছে চাক্তাই খাল ও কর্ণফুলী নদীর বেশির ভাগ অংশ। খাল দিয়ে কালো পয়োবর্জ্য এসে মিশছে নদীতে। এভাবে বিপর্যয়ের মুখে এসে পড়ছে চট্টগ্রামের কর্ণফুলী নদী। পলি জমে ভরাট হওয়া অংশে পায়ে হেঁটে চলাচল করা যায়। সেখানে প্রায় সময় প্লাস্টিক সংগ্রহ করে শিশুসহ অনেকে। বন্দরের পক্ষ থেকে খনন কার্যক্রম চলমান আছে। তবে পলিথিন ও প্লাস্টিকের আটকে গিয়ে বেশির ভাগ সময় খনন মেশিন বন্ধ থাকতে দেখা যায়। তখন ঝুঁকি নিয়ে মেশিন থেকে পলিথিন ও প্লাস্টিক অপসারণ করতে দেখা যায় শ্রমিকদের। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যে কর্ণফুলী নদীতে জাহাজ নোঙর করতে অসুবিধা হবে বলে জানান নাবিকেরা।

ভরাটের কারণে এভাবে পাইপ বসিয়ে খনন করা হচ্ছে নদী
ভরাটের কারণে এভাবে পাইপ বসিয়ে খনন করা হচ্ছে নদী
পলি জমা অংশে অনায়াসে হাঁটতে পারে লোকজন
নদীর তীর থেকে প্লাস্টিক সংগ্রহে ব্যস্ত তিন শিশু
ময়লা পানি সরিয়ে প্লাস্টিক খুঁজছে এক শিশু
ময়লা ও প্লাস্টিক ভাসতে দেখা যায় নদীতে
ময়লা পানি থেকে প্লাস্টিক সংগ্রহে রীতিমতো প্রতিযোগিতা করে তারা
ময়লা পানি থেকে প্লাস্টিক সংগ্রহ করে অনেকে
খাল ও নদীর বিশাল অংশ ভরাট হয়ে গেছে
খনন মেশিনে আটকে যাওয়া পলিথিন সরাচ্ছেন দুজন
দিন দিন পলিতে ভরাট হয়ে যাচ্ছে নদী ও খালের বিশাল অংশ