কোরবানির পশুর হাট

কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে বসেছে পশুর হাট। এ বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ১৯টি কোরবানির পশুর হাট বসেছে। কোরবানির পশু কিনতে এসব হাটে ভিড় করছেন মানুষ। অভিভাবকদের সঙ্গে শিশুরাও আসছে হাটে। হাটগুলোতে রয়েছে পশু চিকিৎসার জন্য ক্যাম্প। হাটে নিয়ে আসা পশুদের যত্ন করতে দেখা যায় বিক্রেতাদের। জমজমাট শাজাহানপুর কোরবানির পশুর হাটের চিত্র।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসেছে
ছবি: মীর হোসেন
হাটে নিয়ে আসা গরুর যত্ন নিচ্ছেন এক বিক্রেতা
কোরবানির পশু কিনতে চলছে দর–কষাকষি
কোরবানির পশুদের জন্য পানি সংগ্রহ করছেন বিক্রেতারা
পশুদের খাবার তৈরি করা হচ্ছে
হাটগুলোতে রয়েছে পশু চিকিৎসার জন্য ক্যাম্প
হাট থেকে গরু ক্রেতার বাসায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি
ছুটে যাওয়া গরু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে
হাটে বেচাবিক্রির মাঝে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন এক বিক্রেতা