চোখজুড়ানো রাঙামাটি

আষাঢ়ের বৃষ্টি।  কখনো মাঝারি,  কখনো হালকা আবার কখনো ভারী। এমন বৃষ্টিতে হরেক রকমের গাছপালা,লতাগুল্ম ও ফুলের সৌন্দর্য অপরূপ। ছবিতে দেখুন রাঙামাটির সৌন্দর্য।

পাহাড়ে মেঘের দল। মাঝিপাড়া, রাঙামাটি
পাহাড়ে মেঘের দল। মাঝিপাড়া, রাঙামাটি
নীল আকাশে সাদা মেঘের ভেলা। বড়াদম, রাঙামাটি
অলকানন্দা ফুলের সৌন্দর্য। বড়াদম, রাঙামাটি
বৃষ্টিতে আরও সতেজ পেঁপেগাছটি।
হলদে রঙ্গন ফুলে প্রজাপতি
কাঞ্চন ফুলের বৃষ্টিভেজা সৌন্দর্য
ফ্যাশন ফুলের সৌন্দর্য
বর্ষায় ফোটে লিলি ফুল,শোভা ছড়ায় সারাক্ষণ
সবুজ পাহাড় আর কাপ্তাই হ্রদে রাঙামাটি যেন যেন রূপের রানি