গ্রামেও এখন আর কাঠের খড়ম, ঢেঁকি, হারিকেন কিংবা বদনাসহ পিতলের তৈরি তৈজসপত্র বেশি দেখা যায় না। হারিয়ে যেতে বসা জিনিস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে কুমিল্লা নগরে অবস্থিত কুমিল্লা জাদুঘর। দুই হাজারের বেশি দুর্লভ জিনিসপত্র রাখা আছে এই জাদুঘরে। ছবিগুলো সম্প্রতি তোলা।