বৃষ্টির পর সোনাব্যাঙ

প্রায় তিন সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি নামে পাবনায়। এতে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মেলে জীবন ও প্রকৃতিতে। সেই নতুন পানিতে মেতে ওঠে সোনাব্যাঙ। ব্যাঙের লাফালাফি আর ডাকাডাকির দৃশ্য নিয়েই ছবির এই গল্প। পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।

গাল ফুলিয়ে একসঙ্গে ডাকছে তিনটি ব্যাঙ।
গাল ফুলিয়ে একসঙ্গে ডাকছে তিনটি ব্যাঙ।
পানিতে লাফিয়ে পড়ছে একটি ব্যাঙ।
পানি থেকে লাফিয়ে ডাঙায় ওঠার চেষ্টা।
পানিতে থাকা মাটির ঢিবিতে বসে ডাকছে ব্যাঙটি।
ছড়িয়ে–ছিটিয়ে বসে আছে সব ব্যাঙ।
নতুন পানিতে খেলায় মেতেছে সোনাব্যাঙের দল।
পানিতে ডুবে পালিয়ে গেল ব্যাঙটি।