ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলায় এসেছেন ৯৫ বছর বয়সী নইমুদ্দিন মিয়া। বগুড়ার শিবগঞ্জের পলিপাড়া গ্রামের এই বাসিন্দা জানালেন, ১২ বছর বয়স থেকে তিনি এ মেলায় আসেন। বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার দূরে নুনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে শত বছর ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে বলে জানান স্থানীয়রা। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার থেকে শুরু হয় মেলা। আমেজ থাকে সপ্তাহজুড়ে। সব বয়সের মানুষ নানা আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে জড়ো হন ঐতিহ্যবাহী এই মেলায়। সেখানে থাকে মাছসহ নানা বাহারি পণ্যের দোকানও।
