Thank you for trying Sticky AMP!!

পশুপাখির ‘র‍্যাম্প শো’

‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’—প্রতিপাদ্যে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলা মাঠে বৃহস্পতিবার থেকে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু হয়েছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন প্রাণীর ‘র‍্যাম্প শো’। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণীর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনেই মেলা ছিল জমজমাট।

গরু নিয়ে র‌্যাম্পে প্রবেশ করছেন অংশগ্রহণকারীরা।
র‌্যাম্পে হাঁটছে সাদা ও কালো রঙের দুই ঘোড়া।
ষাঁড় সামলাতে বিপাকে পড়েন দুই ব্যক্তি।
ম্যাকাউ পাখির সঙ্গে সেলফি।
র‍্যাম্পে উটের কসরত দেখাচ্ছেন এক অংশগ্রহণকারী।
প্রদর্শনী দেখতে অনেকে এসেছেন পরিবার নিয়ে।
লম্বা শিংয়ের প্রাণীটি দর্শনার্থীদের নজর কাড়ে।
বল মুখে নিয়ে র‌্যাম্পে দৌড়াচ্ছে একটি কুকুর।
প্রদর্শনীতে ছিল নানা জাতের পাখিও।
র‌্যাম্পে গরুটিকে আয়ত্তে রাখার চেষ্টায় দুই ব্যক্তি।
পোষা বিড়াল দর্শনার্থীদের দেখাচ্ছেন এক নারী।
র‌্যাম্প শোতে দর্শনার্থীদের নজর কাড়ে কুকুর দুটি।
মেলায় এসে পাখির স্পর্শ পেয়ে খুশি এই শিশু।
অনেককেই পছন্দের প্রাণীর ছবি তুলতে দেখা যায়।