কৃষিপ্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশে কৃষিতে নারীর অংশগ্রহণ সবচেয়ে দ্রুত বাড়ছে। বৈশ্বিক গড় হারের চেয়ে বেশি নারী এখন দেশের কৃষি খাতে জড়িত। তবে মুঠোফোন সেবা, ইন্টারনেট প্রযুক্তি ও জমির মালিকানাসহ নানা ক্ষেত্রে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। এরপরও কৃষিতে বিরাট অবদান রাখছেন তাঁরা। আন্তর্জাতিক কৃষিব্যবস্থায় নারীর ভূমিকা নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘স্ট্যাটাস অব উইমেন ইন অ্যাগ্রিকালচার সিস্টেম-২০২৩’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জুন মাসে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবারের চিত্র।
