গোমতীর চরে শসা চাষ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গোমতী নদীর বারেরচরে কয়েক শ একর জমিতে শসা চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। কয়েক মাস আগে ভয়াবহ বন্যায় এই চরের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নামার পর চাষ করা শসার ফলন হয়েছে বেশ ভালো। এখান থেকে শসা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শসা তোলা, খেতে পানি দেওয়া বা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

বিস্তীর্ণ মাঠজুড়ে শসাখেত। খেতের পরিচর্যায় ব্যস্ত চাষি।
বিস্তীর্ণ মাঠজুড়ে শসাখেত। খেতের পরিচর্যায় ব্যস্ত চাষি।
লতায় লতায় ফুটে আছে শসার ফুল। কিছুদিন পরেই তা ফলে পরিণত হবে।
মাচায় ঝুলে আছে পরিপক্ব শসা।
শসাখেতে পাখি বসে ফুল নষ্ট করে ফেলে। এ জন্য খেত থেকে পাখি তাড়াচ্ছেন তিনি।
ছাতা মাথায় দিয়ে একটি শসাখেত পাহারা দিচ্ছেন একজন।
খেত থেকে শসা তুলে সারি করে সাজিয়ে রাখা হয়েছে।
শসা তোলার পর বিক্রির জন্য প্রস্তুত করার কাজ চলছে।
শসা তুলে খেতের পাশেই স্তূপ করে রাখছেন এক কৃষক।
চাষির কাছ থেকে কিনে ট্রাকে করে শসা নিয়ে যাচ্ছেন পাইকার।
পাকা শসা হাতে এক কিষানি। বীজ করার জন্য রাখা হবে এই পাকা শসা।