কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গোমতী নদীর বারেরচরে কয়েক শ একর জমিতে শসা চাষ করেছেন স্থানীয় কৃষকেরা। কয়েক মাস আগে ভয়াবহ বন্যায় এই চরের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নামার পর চাষ করা শসার ফলন হয়েছে বেশ ভালো। এখান থেকে শসা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শসা তোলা, খেতে পানি দেওয়া বা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।