অগ্রহায়ণ মাস শেষ হতে চলেছে। ঢাকা ও এর আশপাশেও জেঁকে বসতে শুরু করেছে শীত। রাজধানীবাসীও শীতের আঁচ পেতে শুরু করেছেন। ইতিমধ্যে রাতের তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। দেখা মিলছে কুয়াশারও। শুধু তাপমাত্রায় নয়, শীতে প্রকৃতির রূপেও এসেছে ভিন্নতা। ঢাকা ও আশপাশে শীতের আমেজ নিয়ে এবারের ছবির গল্প।