বটগাছের ডালে পাখিদের ভোজ

ইট-পাথরের এই শহরে সবুজ যখন ক্রমে হারিয়ে যাচ্ছে, তখন চট্টগ্রাম নগরের জামালখানের বটগাছটি যেন পাখিদের এক টুকরো অভয়ারণ্য। বছরের অন্য সময়টায় চুপচাপ থাকলেও শীত মৌসুমে পাকা বট ফলের টানে এখানে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে হরিয়াল, কোকিল আর বসন্তবাউরির দল। তাদের কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দে যান্ত্রিক নগরীর পথচারীরাও যেন ফিরে পান প্রাণ ও প্রকৃতির স্পন্দন। জামালখান এলাকার বটগাছ আর পাখিদের এই নিবিড় সম্পর্ক নিয়েই আজকের ছবির গল্প।

পাকা বট ফল ভোজনে ব্যস্ত এক হরিয়াল।
পাকা বট ফল ভোজনে ব্যস্ত এক হরিয়াল।
ঠোঁটে বট ফল, ক্যামেরার দিকে হরিয়ালের সতর্ক দৃষ্টি।
বট ফলের দিকেই যেন সব মনোযোগ বসন্তবাউরিটির।
ঠোঁটে পাকা বট ফল। এবার উড়াল দেওয়ার পালা।
ডাল আঁকড়ে ধরে বট ফল খাওয়ায় মগ্ন বসন্তবাউরি।
ডানা মেলে উড়ে এসে বটগাছের ডালে নামল এক হরিয়াল।
ঠোঁটে বট ফল নিয়ে যেন ক্যামেরার জন্য পোজ দিল হরিয়ালটি!
শান্ত ভঙ্গিতে বটের ডালে বসে আছে এক কোকিল।
ডালপালার ফাঁক গলিয়ে বসন্তবাউরির কৌতূহলী উঁকি।