ছবিতে খালেদা জিয়ার দেশে ফেরা

লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া তাঁর গুলশান-২ নম্বরের বাসভবন ‘ফিরোজা’তে যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

বিমানবন্দরে খালেদা জিয়া
 ছবি: বিএনপি প্রেস উইং
খালেদা জিয়াকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সঙ্গে ছিলেন বিএনপির নেতারা
খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে  ধানের শীষ জড়িয়ে এসেছেন একজন
খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে কড়া নিরাপত্তা
বিমানবন্দর থেকে গুলশানে ফিরোজার  উদ্দেশে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে নেতা-কর্মীদের অভ্যর্থনা
বাসভবন ফিরোজায় নামছেন খালেদা জিয়া
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছেন নেতা-কর্মীরা। বিমানবন্দর সড়কের বনানী কাকলী এলাকার ছবি