রংপুর চিড়িয়াখানায় রোমিও ও জুলিয়েট বাঘ (বেঙ্গল টাইগার) দম্পতির দুটি বাচ্চা হয়েছে মাস তিনেক আগে। এদের নাম রাখা হয়েছে ‘রাজা’ ও ‘রানি’। আজ মঙ্গলবার থেকে শাবক দুটিকে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। রংপুর চিড়িয়াখানা ও বিনোদন উদ্যানে রাজা ও রানির আগমন নিয়ে ছবির গল্প: