রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে আশপাশের এলাকায় বসবাসকারী শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষদের নিয়ে প্রথম আলোর আয়োজনে আনন্দমেলা অনুষ্ঠিত হয়। ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম
আশরাফুল আলম
শিশু-কিশোর ও তরুণেরা চিত্রাঙ্কন করছেন।
বিজ্ঞাপন
প্রথম আলোর আনন্দমেলা অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণদের হাতে জাতীয় পতাকা।
বিজ্ঞাপন
শিশুদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা। মঞ্চে রোবটের সঙ্গে নাচছে শিশু-কিশোরেরা। আনন্দে মেতেছে শিশুরা। মুখে চামচ ধরে মারবেল নিয়ে ছুটে চলেছে শিশুরা। জমেছে পুতুলনাচের আসর। বায়োস্কোপ দেখতে ব্যস্ত শিশুরা। ‘লাকি বোর্ড’–এ ভাগ্য পরীক্ষা করছে শিশুরা। প্রথম আলোর আয়োজনে আনন্দমেলায় বাংলাদেশে এআইএমএ ইলেকট্রিক মোটরসাইকেলের পরিবেশক ডিএক্স নিউ এনার্জি ইলেকট্রিক মোটরসাইকেল। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বরবাংলাদেশে এআইএমএ ইলেকট্রিক মোটরসাইকেলের পরিবেশক ডিএক্স নিউ এনার্জি ইলেকট্রিক মোটরসাইকেল পরীক্ষামূলকভাবে চালিয়ে (টেস্ট ড্রাইভ) দেখছেন এক তরুণী। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বরআনন্দমেলা অনুষ্ঠান শেষে পুরস্কার বিজয়ীর হাতে ডিএক্স নিউ এনার্জি এআইএমএ এফ ৬২৬ মডেলের একটি ইলেকট্রিক মোটরসাইকেল হস্তান্তর করেন ডিএক্স নিউ এনার্জির হেড অব বিজনেস হারুন-অর-রশীদ। এ সময় উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উত্তরা ১২ নম্বর সেক্টর পার্ক, ঢাকা, ২৯ নভেম্বরআনন্দমেলায় এসে মঞ্চে কবিতা আবৃত্তি করছে শিশুরা। রিং নিক্ষেপ করে জুস নিচ্ছে মেলায় অংশগ্রহণকারীরা। উপহার পাওয়ার জন্য লুডুর বোর্ডে ছক্কা ফেলছে এক শিশু। মাসকট শোতে এসে মঞ্চে উঠে নাচছে এক শিশু।