জুমের ফসল

পাহাড়ের ঢালু জমির জঙ্গল পরিষ্কার করে সেখানে ধান, শাকসবজি, ফলমূল ফলানো হয়। এটিকে জুমচাষ বলে। জুমের ফসল পাহাড়িদের নিত্যদিনের খাবারের অন্যতম জোগানদাতা। বাড়তি ফসল বাজারে এনে বিক্রি করেন পাহাড়িরা। জুমচাষ, ফসল তোলা ও বাজারে বিক্রির ছবিগুলো রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি তোলা—

রাঙামাটি শহরের বনরূপা বাজারে জুমের ফসলের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ি নারীরা।
রাঙামাটি শহরের বনরূপা বাজারে জুমের ফসলের পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ি নারীরা।
সীতা পাহাড়ে জুমের ধান কাটা হচ্ছে।
কুতুকছড়ি গ্রামে খেতে কাজ করছেন এক ব্যক্তি।
নৌপথে আনা পাহাড়ি আনারস বাজারে নেওয়া হচ্ছে।
ঝুড়ি ভরে পাহাড়ি ফসল নিয়ে বাজারের পথে পাহাড়ি এক নারী।
কলা বিক্রির জন্য বাজারে পথে তাঁরা। পথে একটু জিরিয়ে নেওয়া।
বাজারে চলছে জুমের ফসলের বেচাকেনা।
ফসল বিক্রি শেষে নৌকা চালিয়ে ঘরে ফেরার পালা।