Thank you for trying Sticky AMP!!

ঢাকায় জনদুর্ভোগ

বিভিন্ন উন্নয়নকাজের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে আশপাশে ধুলা ছড়ানোয় দুর্ভোগে পড়ছেন চলাচল করা লোকজন। আবার খালগুলো ভরাট হয়ে আছে। এ কারণে মশার উপদ্রব বেড়েছে। সব মিলিয়ে ঢাকার পথে পথে দুর্ভোগ মানুষের। ছবিগুলো গত চার দিনে তোলা।

সড়কের মাঝখানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে যান চলাচলে সমস্যায় পড়ছেন চালকেরা। মীরহাজিরবাগ, ঢাকা, ৩০ মে
সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন নালা সংস্কারের কাজ চলছে। সেখানে সড়ক খোঁড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। পূর্ব রাজাবাজার এলাকা, ঢাকা, ২৮ মে
নতুন সেতু নির্মাণের কাজ চলছে। এ কাজের জন্য ধুলায় আচ্ছন্ন থাকে চারপাশ। এর মধ্যেই চলাফেরা করতে হচ্ছে পথচারীদের। আমিন বাজার, ঢাকা, ৩০ মে
হাতিরঝিল এলাকায় রামপুরার মহানগর প্রকল্প থেকে মগবাজার পর্যন্ত সড়ক খুঁড়ে বিদ্যুতের ভূগর্ভস্থ কেব্‌ল টানার কাজ চলছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রামপুরা এলাকা, ২৯ মে
দীর্ঘদিন ধরে চলছে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন নালা মেরামতের কাজ। এতে চলাচলে ভোগান্তি হচ্ছে এলাকাবাসীর। পূর্ব রাজাবাজার এলাকা, ঢাকা, ২৮ মে
রাজধানীর পূর্ব দোলাইরপাড়ের খালটি ময়লা–আবর্জনায় ভরাট হয়ে মশার প্রজননস্থল হয়ে উঠেছে। দোলাইরপাড়, ঢাকা, ২৯ মে