জলাবদ্ধতায় দুর্ভোগে ঢাকাবাসী

সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। এতে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বাসাবাড়িতে পানি ঢুকে যায় অনেকের। এই জলাবদ্ধতার রেশ ছিল শুক্রবারও।

মিরপুর রোডে ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পানি জমে ছিল শুক্রবার বিকেল অবধি।
মিরপুর রোডে ধানমন্ডি হকার্স মার্কেটের সামনে পানি জমে ছিল শুক্রবার বিকেল অবধি।
হকার্স মার্কেটের সামনের ফুটপাতেও উঠে যায় পানি।
মিরপুরে প্রায় হাঁটুপানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা যায় পথচারীদের।
বুয়েট আবাসিক এলাকায় ভবনের আশপাশ ডুবে আছে পানিতে।
বুয়েট আবাসিক এলাকায় একটি ভবন থেকে পানি সরানোর চেষ্টা করছেন এক ব্যক্তি।
পুরান ঢাকার আগা সাদেক লেন এলাকার সড়ক থেকে পানি সরেনি শুক্রবারও।
মিরপুরের কালশী বালুর মাঠ বস্তি পানিতে তলিয়ে যায়।
জলাবদ্ধতার কারণে বস্তি এলাকায় খাবার পানি সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
বস্তি থেকে মালামাল নিয়ে কালশী উড়ালসড়কের নিচে আশ্রয় নিয়েছে পরিবারগুলো।