ডাব ও নারকেলের আঁশ দিয়ে তৈরি হয় পাপোশসহ নানা পণ্য। আর এর ছোবড়ার গুঁড়াকে বলা হয় কোকোপিট, যা দিয়ে জৈব সার তৈরি হয়। মাটির বিকল্প হিসেবে এটা ব্যবহার করা হয়। বাগেরহাটের রহিমাবাদ গ্রামে পরিবেশবান্ধব এ কাঁচামালের কারখানা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা-
সাদ্দাম হোসেন খুলনা
কচি ডাবের ফেলনা অংশ জড়ো করছেন শ্রমিকেরা
বিজ্ঞাপন
ডাবের ফেলনা অংশ ঝুড়িতে করে কারখানায় নেওয়া হচ্ছে
বিজ্ঞাপন
মাথায় করে ঝুড়ি ভরা ডাবের অংশ কারখানায় নিচ্ছেন এক শ্রমিকযন্ত্রের সাহায্যে ডাবের ফেলনা অংশ চূর্ণ করে আঁশ বের করা হচ্ছেকারখানায় কাজে ব্যস্ত শ্রমিকেরা কারখানার ভেতর থেকে আঁশ বাইরে আনছেন এক নারী শ্রমিকছাঁকনির নিচে পড়ে আছে কোকো পিট আঁশ রোদে শুকাতে দেওয়া হয়েছে