সিলেট নগরের বিভিন্ন এলাকার পাহাড় ও টিলায় রয়েছে অসংখ্য বানর। গ্রীষ্মের তপ্ত দুপুরে বানরের দল গাছের ছায়ায় গা এলিয়ে বিশ্রাম নেয়। ছবিগুলো সম্প্রতি সিলেট পানি উন্নয়ন বোর্ডের আবাসিক এলাকা থেকে তোলা।
আনিস মাহমুদ সিলেট
লিচুগাছের ডালে গা এলিয়ে শুয়ে আছে বানরটি।
বিজ্ঞাপন
গাছের ডালে বাচ্চা শুইয়ে আছে। পাশে বসে আছে একটি বানর।
বিজ্ঞাপন
তপ্ত দুপুরে বানরদের দল বেঁধে বিশ্রাম।বাচ্চাকে কোলে নিয়ে খানিক জিরিয়ে নিচ্ছে একটি বানর।গাছের ডালে ডালে বসে আছে বানরের দল। আয়েশি ভঙ্গিতে গাছের ডালে বিশ্রাম নিচ্ছে বানর। চোখ বুঝে গাছের ছায়ায় বসে আছে বানরটি।তপ্ত দুপুরে ছায়ায় বসে জিরিয়ে নিচ্ছে বানরটি। পাশ থেকে উঁকি দিচ্ছে শাবক।