লাল টুকটুকে আলুর রূপের গল্প

পথের ধারে সাজানো নতুন আলুর স্তূপ। বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এসব আলু শ্যাম্পু ও ডিটারজেন্ট মেশানো পানিতে ধোয়া হচ্ছে। কেউ ভিজিয়ে নিচ্ছেন, কেউবা ধুচ্ছেন সাবধানে। ধোয়ার পর টুকটুকে লাল রং ফুটে উঠছে আলুর গায়ে। শ্যাম্পু দিয়ে ধোয়া আলু দেখতে সুন্দর লাগে, তাই বিক্রিও বেশি হয়। সেই ধোয়া, বাছাই ও রঙে চমকে ওঠা আলুর গল্পই থাকল ছবিগুলোতে।

শ্যাম্পু দিয়ে ধোয়ার আগে আলু দেখতে এমন
শ্যাম্পু দিয়ে ধোয়ার আগে আলু দেখতে এমন
শ্যাম্পু দিয়ে ভেজানো হচ্ছে আলু
আলু ধুয়ে পরিষ্কার করছেন শ্রমিকেরা
আলু ধোয়ায় ব্যস্ত শ্রমিকেরা
বিক্রির জন্য চলছে আলু–বাছাই পর্ব
ধুয়ে নেওয়া আলু বেছে নিচ্ছেন নারীরা
শ্যাম্পু দিয়ে ধোয়া আলু লাল টুকটুকে রং ধারণ করেছে
বাছাই করে পাওয়া নষ্ট আলু পাশে স্তূপ করা হচ্ছে
এক পাশে না ধোয়া আলু ও আরেক পাশে শ্যাম্পু দিয়ে ধোয়া আলু