বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজার

বান্দরবান জেলা শহরের ঐতিহ্যবাহী মারমা বাজার। স্থানীয় মারমা সম্প্রদায়ের মানুষের ঐতিহ্য, জীবনযাত্রা, পাহাড়ি সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ধরনের ফল, ফুল, শাকসবজিসহ নানা পণ্য বিক্রি হয় মারমা বাজারে। বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

কুয়াশামাখা সকালে ঝুড়িভরা কলা নামানো হচ্ছে
কুয়াশামাখা সকালে ঝুড়িভরা কলা নামানো হচ্ছে
ট্রাকে করে আনা হয়েছে সবজি
গাদা ফুল বিক্রি করছেন এই নারী
বিক্রি হচ্ছে জুমের ফসল
ওজন মেপে প্যাকেট করা হচ্ছে তিল
ক্রেতা–বিক্রেতাদের ভিড়ে জমে উঠেছে বাজার
পাহাড়ে উৎপাদিত তাজা ফল ও সবজি বিক্রি করতে বসেছেন দুজন নারী
পাহাড়ি সবজি কিনছেন একজন ক্রেতা
মারমা বাজার থেকে কলার ছড়া কেনার পর ট্রাকে তুলছেন ব্যাপারীরা