হারিয়ে যাচ্ছে কাপড় কাচার গোল্লা সাবান

ওয়াশিং পাউডারের দাপটে হারিয়ে যাচ্ছে কাপড় কাচার গোল্লা সাবান। তবু টিকে আছে এই সাবান। কুমিল্লা সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হদগড় এলাকায় এই কারখানায় তৈরি হয় গোল্লা সাবান। এই সাবান আঞ্চলিক চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও বাজারজাত করা হয়। একনজরে দেখে নেওয়া যাক সাবান বানানোর প্রক্রিয়া।

লোহার তৈরি বিশাল কড়াইয়ে বিভিন্ন উপকরণ ঢেলে একত্রে মেশানো হয়
লোহার তৈরি বিশাল কড়াইয়ে বিভিন্ন উপকরণ ঢেলে একত্রে মেশানো হয়
মিশ্রণ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছেন কারিগর
অন্য কড়াইয়ে মেশিনের সাহায্যে সাবানের ‘গামিড়’ তৈরি করা হচ্ছে
গামিড় তৈরি শেষে লোহার তৈরি বাটিতে ২৫০ গ্রাম সমপরিমাণ সাবান নিচ্ছেন কারিগরেরা
লোহার বাটি থেকে আলাদা করে শুকানোর জন্য সারিবদ্ধভাবে রাখা হচ্ছে
শুকানোর পরে গোল্লা সাবান হাতল দিয়ে সমান করছেন কারিগরেরা
তৈরি শেষে ৪টি করে সাবানের একটি প্যাকেট হচ্ছে
মেশিনের সাহায্যে প্যাকেট প্রস্তুত চলছে