ওয়াশিং পাউডারের দাপটে হারিয়ে যাচ্ছে কাপড় কাচার গোল্লা সাবান। তবু টিকে আছে এই সাবান। কুমিল্লা সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হদগড় এলাকায় এই কারখানায় তৈরি হয় গোল্লা সাবান। এই সাবান আঞ্চলিক চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও বাজারজাত করা হয়। একনজরে দেখে নেওয়া যাক সাবান বানানোর প্রক্রিয়া।