বদরুদ্দীন উমরের প্রতি শেষশ্রদ্ধা

লেখক–গবেষক বদরুদ্দীন উমরের মরদেহ আজ সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের চিত্র নিয়ে ছবির গল্প।

বদরুদ্দীন উমরের কফিন শহীদ মিনারে আনা হচ্ছে।
বদরুদ্দীন উমরের কফিন শহীদ মিনারে আনা হচ্ছে।
সংগীতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করে জাতীয় মুক্তি কাউন্সিল। বদরুদ্দীন উমর জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ছিলেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।
বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও নানা শ্রেণি-পেশার মানুষ বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানান।
বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।
দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শ্রদ্ধা জানাচ্ছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।