যমুনার ভাঙন ঠেকাতে নব্বইয়ের দশকে বগুড়ার সারিয়াকান্দিতে নির্মিত হয় কালীতলা বাঁধ। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু বাঁধ নয়, হয়ে উঠেছে নদীযাত্রার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা স্থানীয় লোকজনের কাছে পরিচিত ‘কালীতলা খেয়াঘাট’ নামে। এই ঘাট থেকেই প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করেন জামালপুরের জামথলসহ যমুনার চরাঞ্চলের বহু মানুষ। সম্প্রতি তোলা ছবিগুলোতে ধরা পড়েছে সেই ঘাটকেন্দ্রিক জীবনযাত্রারই এক ঝলক।
