বিদ্যাদেবী সরস্বতীর পূজা

বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় ঢাকঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মণ্ডপ। সরস্বতী বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণি বলা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেশের বিভিন্ন এলাকার সরস্বতীপূজার ছবি দিয়ে সাজানো হয়েছে ছবির গল্প।

দেবী সরস্বতীকে প্রণাম করছেন একজন ভক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ
ছবি: শুভ্রকান্তি দাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে সরস্বতীপূজায় আসা ভক্তরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে পুরোহিত ভক্তদের মন্ত্রপাঠ করাচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে এবার মোট ৭২টি মণ্ডপ হয়েছে। পূজা দেখতে দর্শনার্থীদের ভিড়
বাণী অর্চনায় অঞ্জলিতে মনোযোগী সনাতন ধর্মের অনুসারীরা। খুলনা বিশ্ববিদ্যালয়
সরস্বতীপূজায় পুরোহিতকে দক্ষিণা দিচ্ছেন ভক্তরা। গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়, দাউদকান্দি
বিদ্যার দেবী সরস্বতীপূজায় নিমগ্ন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। কারমাইকেল কলেজ চত্বর, রংপুর
সরস্বতীপূজার সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন—এতগুলো উপলক্ষ থাকায় বর্ণিল সাজে দেখা যায় বিভিন্ন বয়সের নারীদের। সেজেগুজে সেলফি তুলতে ব্যস্ত একদল নারী। ধর্মসাগর দিঘি এলাকা, কুমিল্লা
বাণী অর্চনায় অংশগ্রহণ করেন ভক্তরা। খুলনা বিশ্ববিদ্যালয়
উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে পূজামণ্ডপ সাজানো হয়েছে ভালোবাসার চিহ্ন দিয়ে। মাছুদীঘির পাড়, সিলেট