উত্তরাঞ্চলের অন্যতম সবজির মোকাম মহাস্থান। এখানকার ব্যবসায়ীরা কৃষকের উৎপাদিত পণ্য বেচাকেনা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য সরবরাহ করে থাকেন। বর্ষায় সবজির সরবরাহ কম থাকায় দাম থাকে চড়া। মৌসুমের সময় মহাস্থান মোকাম থেকে সারা দেশে ৫০ থেকে ৬০ ট্রাক সবজি বিক্রি ও সরবরাহ হয়। সবজির মোকাম মহাস্থান নিয়ে ছবির গল্প