তাপমাত্রা বৃদ্ধিতে ভোগান্তি

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গতকাল শনিবার দেশের ৬২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। দেশের এ বছরের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে গতকাল। তীব্র তাপে অসহনীয় মানুষের জীবন। বিশেষ করে রাস্তাঘাটে কাজ করা শ্রমজীবী মানুষেরা আছেন বেশি কষ্টে। তাপমাত্রা বৃদ্ধিতে ভোগান্তি নিয়ে ছবির গল্প:

তাপপ্রবাহে অস্বস্তিতে বাইরে কাজে বের হওয়া মানুষেরা। রিকশায় শিশুকে নিয়ে বের হয়ে বিপাকে বাবা-মা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ১১ মে
ছবি: সাদ্দাম হোসেন
সকালেই রোদের ঝলকানিতে টেকা দায়। তাই গামছায় মাথা ঢেকে কাজে যাচ্ছেন এই কৃষক। গঙ্গাদাস, রংপুর, ১১ মে। ছবি: মঈনুল ইসলাম
গরমে বিশ্রাম নিচ্ছে মাছরাঙা পাখিটি। লবণচরা, খুলনা, ১১ মে
তাপপ্রবাহের কারণে মানুষের সঙ্গে প্রাণিকুলও অতিষ্ঠ হয়ে পড়েছে। পানি জমে থাকা একটি স্থানে কবুতর পানি পান করতে এসেছে। বান্দ রোড, বরিশাল, ১১ মে
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে খালের জোয়ারের শীতল পানিতে শিশু-কিশোরেরা। তালতলী, চাউলপাড়া, বরগুনা, ১১ মে
প্রখর রোদের তাপ থেকে বাঁচতে মাথা বস্তা দিয়ে ঢেকে সড়কে ধান নাড়ছেন এক নারী। বাজিতপুর, উজানচর-সরারচর সড়ক, কিশোরগঞ্জ, ১১ মে
গরমে শিশুকে নিয়ে বেরিয়েছেন মা। ফার্মগেট, ঢাকা, ১১ মে
তীব্র গরমে কাহিল ঠেলাশ্রমিক। কারওয়ান বাজার, ঢাকা, ১১ মে
গরম আর তীব্র রোদের কারণে সেই ভোরবেলা থেকে ধান কাটার কাজ করছেন দীনেশ সরকার। তাই বেলা বাড়তেই খাবার নিয়ে এসেছেন তাঁর গৃহিণী। খুঁটিতে ছাতা বেঁধে জমিতে বসেই খাবার খাচ্ছেন ক্ষুধার্ত দীনেশ। খারুয়াবাধা, রংপুর, ১১ মে