পলাশ ফুলে টিয়া পাখির ছোটাছুটি

আজ বিশ্ব বন্য প্রাণী দিবস। প্রতিবছর নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কিন্তু বন্য প্রাণী সংরক্ষণে নেই তেমন উদ্যোগ। নির্বিচারে ধ্বংস করা হচ্ছে বন। কেটে ফেলা হচ্ছে গাছ আর পাহাড়। তাই ধ্বংসের পথে নানা বন্য প্রাণী। পাহাড়বেষ্টিত অঞ্চল চট্টগ্রাম। এ অঞ্চলে দিনের বিভিন্ন সময় চোখে পড়ত টিয়া পাখির ঝাঁক। কিন্তু পাহাড়ের সংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন এই পাখি তেমন দেখা যায় না। তবে খাবারের সন্ধানে আসা কিছু টিয়া পাখির দেখা মেলে মাঝেমধ্যে। চট্টগ্রাম নগরের লাভ লেইন এলাকার একটি পলাশগাছে ফুটে আছে পলাশ ফুল। সেখানে পলাশ ফুলের মধু খেতে দল বেঁধে ছুটে আসছে টিয়া। মাঝেমধ্যে সেখানে খুনসুটিতে মেতে উঠছে তারা। টিয়া পাখির এই খুনসুটির ছবিগুলো গত সপ্তাহের বিভিন্ন সময়ে তোলা। ছবি: সৌরভ দাশ

লড়ায়ে মেতেছে দুটি টিয়া
লড়ায়ে মেতেছে দুটি টিয়া
পাশে বসা টিয়াটি দেখছে অন্য দুজনের লড়াই
উড়ন্ত অবস্থায় ঝগড়ারত তারা
ফুলের দখল নিতে ব্যস্ত একটি টিয়া
একটি ডালের দখল নিতে ব্যস্ত তিনটি টিয়া
এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছে একটি টিয়া
সঙ্গী টিয়ার পাশে উড়ে বসতে চেষ্টা করছে টিয়াটি
ফুলের মাঝখানে উড়ে বেড়াচ্ছে একটি টিয়া
একসঙ্গে বসেছে কয়েকটি টিয়া
ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে দুটি টিয়া