চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন স্থানে চলছে এ–সংক্রান্ত প্রকল্পের কাজ। বেশ কিছু স্থানে খালের ওপর অবৈধভাবে তৈরি করা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তবে কোথাও কোথাও এখনো রয়ে গেছে বেশ কিছু অবৈধ স্থাপনা। আবার কোনো কোনো খালে জমে আছে পলি। ময়লা, আবর্জনা আর পলিথিন জমে শক্ত হয়ে গেছে খালের মাটি। এতে অনায়াসে খাল দিয়ে হেঁটে পারাপার হতে পারে লোকজন। তাই বর্ষার আগে এই খালগুলো সংস্কার ও রক্ষা করা না হলে প্রতিবছরের মতো এ বছরও বর্ষার সময় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে হবে লোকজনকে।