চট্টগ্রামে পশুপাখির হাট

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বসে পশুপাখির হাট। শৌখিন মানুষেরা এ হাটে ভিড় করেন। পছন্দের পশুপাখি কেনেন। হাটে কেনাবেচা হয় নানা জাতের বিড়াল, কবুতর, মুরগি। হাট ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা—

সড়কজুড়ে হাট বসেছে
সড়কজুড়ে হাট বসেছে
খাঁচায় রাখা হয়েছে নানা জাতের কবুতর
পালক ফুলিয়ে উঁকি দিচ্ছে একটি কবুতর
কেনার আগে কবুতর দেখছেন ক্রেতারা
হাতে নিয়ে কবুতর যাচাই–বাছাই করছেন ক্রেতা
বিক্রির জন্য রাখা আছে কয়েকটি বিড়াল
মোরগটি বিক্রি হবে, চলছে ক্রেতার খোঁজ
বিক্রির জন্য আনা টার্কির বাচ্চা দেখাচ্ছেন বিক্রেতা
বিক্রির অপেক্ষায় লম্বা ঝুঁটির একটি মোরগ
বিক্রি হয়েছে হাটে আনা পশুপাখি। ফিরিয়ে নেওয়া হচ্ছে খালি খাঁচা