পাখি পাকা পেঁপে খায়

গাছে একটি পেঁপে পেকে হলুদ বর্ণ ধারণ করেছে। খোঁজ পেয়ে সেই পেঁপে খেতে ছানা নিয়ে হাজির বুলবুলি পাখি। এরপর ছানাদের পেঁপে খাওয়াতে ব্যস্ত সময় কাটে পাখিটির। বগুড়ার শাজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামে বুলবুলিতে পাকা পেঁপে খাওয়ার কিছু মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়:

খাবারের জন্য চেঁচিয়ে যাচ্ছে জোড়া বুলবুলিছানা
খাবারের জন্য চেঁচিয়ে যাচ্ছে জোড়া বুলবুলিছানা
পাকা পেঁপে দেখে বুলবুলি পাখি ছানা নিয়ে হাজির
পাকা পেঁপের দিকে উড়ে আসছে বুলবুলি পাখি
পাকা পেঁপেতে বসে পড়েছে পাখিটি
খোঁজ পেয়ে পাকা পেঁপে খেতে এসেছে আরও পাখি
ছানাকে পেঁপে খাওয়াচ্ছে পাখিটি
পালা করে পেঁপে খাওয়ায় ব্যস্ত পাখিগুলো
খাওয়ার ফাঁকে পাকা পেঁপের ওপর বসা বুলবুলি পাখি