ভারী বৃষ্টিতে কক্সবাজারে জলাবদ্ধতা

টানা ১২ ঘণ্টার ভারী বৃষ্টিতে কক্সবাজার শহরের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়কসহ অন্তত ৩৫টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েক শ দোকানের মালামাল নষ্ট হয়েছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল-মোটেল এলাকার ১৮টি সড়ক ডুবে গেছে। পাঁচ শতাধিক হোটেল-মোটেলে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এদিকে ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড়ধসে ছয়জন নিহত হয়েছেন।

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহর। কলাতলী হোটেল-মোটেল এলাকার সড়ক ডুবে থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।
ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার শহর। কলাতলী হোটেল-মোটেল এলাকার সড়ক ডুবে থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।
ভারী বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেলের এলাকা।
কক্সবাজার শহরের সুগন্ধা সৈকত সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকালে।
জলবাদ্ধতার মধ্যে দাঁড়িয়ে আছে পর্যটকদের বিনোদন সেবার ঘোড়াগুলো। সৈকতের একটি দোকানে ঠাঁই নেয় তিনটি ঘোড়া।
ভারী বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজার শহরের কলাতলীর সড়ক।
কক্সবাজার শহরের কলাতলী সৈকত সড়কে জমে থাকা পানি ভেঙে চলছে যানবাহন।
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামে পাহাড়ধসে বিলীন বসতঘর।