ভাকুর্তার গয়না গ্রাম

রাজধানীর উপকণ্ঠে সাভারের ভাকুর্তা ইউনিয়নে চলছে গয়না তৈরির উৎসব। ইউনিয়নের ২৭টি গ্রামের ১২টিতেই ঘরে ঘরে তৈরি হয় গয়না। এসব গয়না তৈরি করে যেমন অন্যকে সাজতে সহায়তা করছেন, তেমনি একে অবলম্বন করে নিজেদের জীবনকেও সাজাচ্ছেন এখানকার মানুষ। গয়না তৈরির গ্রামগুলো হলো ভাকুর্তা, কান্দিভাকুর্তা, হিন্দুভাকুর্তা, মোগরাকান্দা, মুশুরিখোলা, ডোমরাকান্দা, বাহের চর, ঝাউচর, লুটের চর, চুনার চর, চাপড়া ও চাইরা। এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ গয়না তৈরির কাজে যুক্ত। গয়নাগুলোর গন্তব্য নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়াসহ রাজধানীর প্রায় সব বিপণিবিতান। এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, খুলনা, বগুড়াসহ উত্তরাঞ্চল গয়নার বৃহত্তর বাজার। পাইকারেরা এসে গয়না কিনে নিয়ে যান।

বাড়ির উঠানে গয়না তৈরির কাজ করছেন রেখা আখতার।
বাড়ির উঠানে গয়না তৈরির কাজ করছেন রেখা আখতার।
কারিগরেরা হাতের জাদুতে গয়নায় ফুটিয়ে তুলছেন চমৎকার সব নকশা।
ঘরের ভেতর গয়না তৈরির কাজ করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম (মাঝে)।
তৈরি করা হচ্ছে কানের ঝুমকা।
বসতঘরের ভেতর গয়না তৈরির কাজ করছেন একজন নারী।
নিজের তৈরি গয়না দেখাচ্ছেন রেখা আখতার।
দোকানের ভেতর গয়না তৈরিতে ব্যস্ত দুজন কারিগর।
নকশা করার পর তা ঝালাই করার সুবিধার্থে ব্যবহার করা হচ্ছে প্লাস্টার অব প্যারিস।
গয়না ঝালাইয়ের কাজ করছেন দুজন কারিগর।
গয়না ঝালিয়ে নিচ্ছেন একজন কারিগর।
ঝালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে নকশা করা গয়না।
ঝালাই শেষে পরবর্তী প্রক্রিয়ার জন্য গয়না গোছাচ্ছেন একজন।
সাজিয়ে রাখা হয়েছে গলার হার।
রং করার আগে তাপ দেওয়া হচ্ছে।
পালিশ করা হচ্ছে রুপার তৈরি গয়না।
তৈরি করা গয়নায় শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছেন।