কৃষি সরঞ্জামের কেনাকাটা

বাংলাদেশের গ্রামবাংলার মানুষের বড় অংশই কৃষিকাজের সঙ্গে জড়িত। অগ্রহায়ণে পুরো সময়জুড়েই গ্রামবাংলার ঘরে ঘরে ধান কাটা, মাড়াইয়ের ভরা মৌসুম চলে। এই সময়ে ধান কাটা থেকে বহন করা, মাড়াইয়ে কৃষকের নানা উপকরণের প্রয়োজন হয়। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ হাটে কৃষিকাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম নিয়ে ছবির গল্প

পছন্দের বাঁশ বাছাই করছেন এক ক্রেতা
পছন্দের বাঁশ বাছাই করছেন এক ক্রেতা
হাটেই বাঁশের বাঙ্কা (ভার ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত বাঁশ) তৈরি করছেন এক ব্যক্তি
দেখেশুনে খড় শুকানো বাঁশকুঠা (কারুল) কিনেছেন ক্রেতারা
জোড়ায় জোড়ায় নতুন ভার বিক্রির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা
দেখেশুনে দড়ি কিনছেন এক ক্রেতা
চলছে দরদাম
হাটে উঠেছে বিভিন্ন প্রকারের দড়ি
বাঙ্কা দেখছেন এক ক্রেতা
হাটে সাজিয়ে রাখা মই