বেসরকারি সংস্থা কারিতাসের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে গেলে চোখে পড়ে বাহারি সব ফুল। দেশি-বিদেশি জাতের এসব ফুলের রং-রূপ, ফুলের ওপর ডানা মেলে ঘুরে বেড়ানো প্রজাপতি মুগ্ধ করে যে কাউকে। এই দৃশ্য নিয়ে ছবির গল্প।
মোস্তাফিজুর রহমানময়মনসিংহ
ফুলে এসেছে প্রজাপতি
বিজ্ঞাপন
শোভা ছড়াচ্ছে জিনিয়া ফুল
বিজ্ঞাপন
ফুটে আছে গোলাপি রেইন লিলি দৃষ্টিনন্দন লাল কস্তুরি ফুল এই ফুলের নাম ধ্রুপদি মালা পাতার ফাঁকে ফুটেছে কাঁটা মুকুট ফুল গাছের ডালে ঝুলছে জবা ফুল বাহারি এই ফুলের নাম টরেনিয়া অ্যাডেনিয়াম ওবেসাম ফুলটি ‘মরুভূমির গোলাপ’ নামেও পরিচিত