ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণশ্রমিকেরা

চট্টগ্রাম নগরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের (দ্রুতগতির উড়ালসড়ক) নির্মাণকাজ চলছে। তবে এ নির্মাণকাজের শ্রমিকদের বেল্ট, অ্যাপ্রোন ও গামবুটের মতো নিরাপত্তাসরঞ্জামের ব্যবহার তেমন একটা করতে দেখা যায় না। নগরের ব্যস্ততম টাইগারপাস সড়কে ছবিগুলো ১৩ সেপ্টেম্বর তোলা।

নিরাপত্তাসরঞ্জাম ছাড়া কাজ করছেন এক শ্রমিক
নিরাপত্তাসরঞ্জাম ছাড়া কাজ করছেন এক শ্রমিক
এই শ্রমিকের নেই হেলমেট, গামবুট
কোনো ধরনের নিরাপত্তাসরঞ্জাম ছাড়াই কাজ করছেন তাঁরা
কাজ করছেন কয়েক শ্রমিক, কারও কাছেই নেই নিরাপত্তাসরঞ্জাম
ব্যস্ততম সড়কে উড়ালসড়কের কাজ চলছে, নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে গাড়ি
ক্রেনের মাধ্যমে ওপরে তোলা হচ্ছে নির্মাণসরঞ্জাম
কারও মাথায় হেলমেট নেই, পাশে ক্রেন দিয়ে নির্মাণসরঞ্জাম ওঠানো-নামানোর কাজ চলছে
ক্রেন দিয়ে লোহার পাত ওপরে তোলা হচ্ছে
ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণশ্রমিকেরা
হাতে নেই গ্লাভস। হাতুড়ি দিয়ে লোহার অ্যাঙ্গেলের ওপর কাজ করছেন তাঁরা