কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

প্রজনন মৌসুমে মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ ও বিপণন তিন মাসের বেশি সময় বন্ধ ছিল। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে শনিবার দিবাগত গভীর রাত থেকে মাছধরা শুরু হয়। এখন জেলেদের জালে আটকে পড়ছে নানা রকমের মাছ। কাপ্তাই হ্রদের মিঠাপানির মাছের চাহিদা থাকায় সারা দেশে এই মাছ সরবরাহ করেন ব্যবসায়ীরা। প্রাণচাঞ্চল্য ফেরা কাপ্তাই হ্রদ ও রাঙামাটির মাছে বাজার নিয়ে ছবির গল্প।

ডিঙি নৌকা ভাসিয়ে জাল দিয়ে মাছধরায় ব্যস্ত জেলেরা
ডিঙি নৌকা ভাসিয়ে জাল দিয়ে মাছধরায় ব্যস্ত জেলেরা
বড়শিতে ধরা পড়েছে কালি বাউশ মাছ
হরেক রকমের মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা
জেলেদের ধরা মাছ বিক্রি হচ্ছে রাঙামাটি শহরের বনরূপায়
কাপ্তাই হ্রদের বাচা মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়
প্রতি কেজি কাতলা ৯০০ টাকা আর বোয়াল বিক্রি হচ্ছে ১১০০ টাকায়
ধর্ম জালে ধরা পড়েছে আইড় ও নানা প্রজাতির মাছ
কাপ্তাই হ্রদের কাঁচকি মাছের রয়েছে বাড়তি চাহিদা
রাঙামাটি বনরূপা বাজারে প্রতি কেজি মলা মাছ বিক্রি হয় ৩০০ টাকায়
তাজা কাজলি মাছে যে কারও নজর আটকায়
সারা দেশে মাছ সরবরাহে রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশন কার্যালয় প্রাঙ্গণে বাড়ছে ব্যস্ততা