Thank you for trying Sticky AMP!!

কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষমেলা

আজ থেকে কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই মেলার বিভিন্ন স্টলে পছন্দের গাছ কিনতে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। মেলায় রয়েছে ফুল-ফলসহ নানা প্রজাতির গাছ। মেলার উদ্বোধনের পরপরই নানা বয়সের মানুষেরা গাছ দেখছেন, কেউবা মুঠোফোনে ছবি তুলছেন। শহরের অল্প জায়গায় কম সময়ে ফুল ও ফল বেড়ে ওঠে বলে ছাদবাগানের উপযোগী এমন চারা গাছের কদর বেড়েছে এ মেলায়। এবারের মেলায় দেশি গাছের পাশাপাশি বিদেশি ফল, ফুল ও শোভাবর্ধক গাছ পাওয়া যাচ্ছে।

পছন্দের গাছ দেখছেন এক দম্পতি
গাছে ঝুলছে জাপানি প্রজাতির (চাংমাই) আম
মুঠোফোনে ছবি তুলছেন এক নারী
গাছে ঝুলছে লাঠলিচু নামে পরিচিত লিচু
ফুল গাছে দেখছেন নারীরা
গাছে লাল শরিফা দেখছেন এক ব্যক্তি
থোকায় থোকায় ঝুলছে নাশপাতি
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বিদেশি ক্যাকটাস
বনসাই পরিচর্যায় ব্যস্ত নার্সারির এক কর্মী
গাছ কিনে মোটরসাইকেলে করে বাঁধা হচ্ছে