খাল সংস্কারে ধীরগতিতে দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলছে খাল সংস্কারের কাজ। তবে কাজে ধীরগতির কারণে এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়ক ও বাড়ির সামনেও জমে আছে পানি। বাসিন্দাদের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির ওপর দিয়েই চলাচল করতে হচ্ছে। এ জন্য দ্রুত সংস্কারকাজ শেষের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

লোহার পাটাতন দিয়ে চলাচল করতে হচ্ছে।
লোহার পাটাতন দিয়ে চলাচল করতে হচ্ছে।
ঘরের সামনে জমে আছে কালো দুর্গন্ধযুক্ত পানি
বাড়ির সামনে পানি জমে থাকায় বালুর বস্তা ফেলে চলাচল করতে হচ্ছে।
জামালখান এলাকার এই ভবনে যেকোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে পানি
মূল সড়কে জমে আছে ময়লা পানি
জুতা হাতে নিয়ে ময়লা পানি মাড়িয়ে চলেছেন এক ব্যক্তি
ব্যস্ত সড়কে পানি মাড়িয়ে চলছে যানবাহন
এভাবে দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের
ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির ওপর চলাচলই এখন নিত্যসঙ্গী বাসিন্দাদের