ডাকসুর সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘পেট কার্নিভ্যাল’। এই উৎসবে নিজেদের পোষা প্রাণীদের বর্ণিল সাজে সাজিয়ে নিয়ে আসেন প্রাণীপ্রেমীরা। র্যাম্প শো, ফান ইটিংসহ নানা আয়োজনে প্রাণীগুলো মুখর করে রাখে উৎসবকে। সঙ্গে ছিল পোষা প্রাণীদের জন্য চিকিৎসাসেবা, খাবার ও উপহারের বিশেষ ব্যবস্থাও।
